অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ – Oil India limited Recruitment 2021
অয়েল ইন্ডিয়া লিমিটেডে নিয়োগ – Oil India limited Recruitment 2021
অয়েল ইন্ডিয়া লিমিটেডে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে প্রার্থী নিয়ােগের জন্য । পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন শিক্ষাগত যােগ্যতায় । বিভিন্ন পদসহ , শিক্ষাগত যােগ্যতা , বয়স সীমা , আবেদন পদ্ধতি প্রভৃতি নিচে বিস্তারিত আলোচনা করা হলো ।
পদের নাম : ইলেকট্রিশিয়ান
শূন্যপদ : ৩৮ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে ইলেকট্রিশিয়ানে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : ফিটার
শূন্যপদ : ১৪৪ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে ফিটারে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : মেকানিক মােটর ভেহিকেল
শূন্যপদ : ৪২ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক মােটর ভেহিকেলে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : মেকানিস্ট
শূন্যপদ : ১৩ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে মেকানিস্টে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : মেকানিক ডিজেল ট্রেড
শূন্যপদ : ৯৭ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে মেকানিক ডিজেলে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : ইলেকট্রনিক্স মেকানিক
শূন্যপদ : ৪০ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে ইলেকট্রনিক্স মেকানিকে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : বয়লার এটেনডেন্ট
শূন্যপদ : ৮ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যে কোন বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে সেকেন্ড ক্লাস বয়লার এটেনডেন্ট এ দু’বছরের ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : Turner
শূন্যপদ : ৪ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে Turner এ ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : Draughtsman Civil
শূন্যপদ : ৮ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে Draughtsman Civil এ ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : ইন্সট্রুমেন্ট মেকানিক
শূন্যপদ :৮১ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে ইন্সট্রুমেন্ট মেকানিকে ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : ( Post Code : ATO12021 )
শূন্যপদ : ৪৪ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে পদার্থবিদ্যা , রসায়নবিদ্যা এবং অংক নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ।
পদের নাম : Surveyor
শূন্যপদ : ৫ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে Surveyor এ ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : Welder
শূন্যপদ : ৬ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে welder এ ট্রেড সার্টিফিকেট ।
পদের নাম : IT
শূন্যপদ : ৫ টি ।
শিক্ষাগত যােগ্যতা : সরকার অনুমােদিত যেকোনাে বাের্ড থেকে মাধ্যমিক পাস সঙ্গে IT & ESM / ICTSM / IT ট্রেডে সার্টিফিকেট ।
বেতন :- প্রতি মাসে ২৬,৬০০ থেকে ৯০,০০০ টাকা ।
বয়স :- ২৩/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীরা সরকারের নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন ।
আবেদন পদ্ধতি :- প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন । আবেদন করার ওয়েবসাইট টি হল www.oil-india.com . আবেদন করা যাবে ২৪/০৮/২০২১ সকাল ৭ টা থেকে ২৩/০৯/২০২১ তারিখ পর্যন্ত ।
আবেদন ফি :- General / OBC প্রার্থীদের জন্য আবেদন ফী হিসাবে ২০০ টাকা ধার্য করা হয়েছে । বাকি প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না ।
Official Notice : Download Now
Apply Now : Click Here