চাকরির খবর

জেলা পরিষদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৩/০৯/২০২১

Contents

জেলা পরিষদে গ্রূপ-ডি কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৩/০৯/২০২১

রাজ্যের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাওড়া জেলার অন্তর্গত চাইল্ড প্রটেকশন ইউনিটে প্রার্থী নিয়োগ করা হবে  । সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।এই নিবন্ধে পদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো,

পদের নাম :


ম্যানেজার/ কো-অর্ডিনেটর।
শূন্যপদ :


১ টি। (শুধুমাত্র মহিলা)
বয়স :


০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :

ভারত সরকার অনুমোদিত যেকোন প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর সঙ্গে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিং এ অন্ততপক্ষে এক বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :

প্রতিমাসে ১৯,২৫০ টাকা।

পদের নাম :

সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর।
শূন্যপদ :

১ টি। (শুধুমাত্র মহিলা)
বয়স :

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :

সোশ্যাল ওয়ার্ক/ সাইকোলজিতে স্নাতক। সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর সঙ্গে ইংলিশ ভাষায় যথেষ্ট জ্ঞান এবং বেসিক কম্পিউটার উপর জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন :

প্রতিমাসে ১৫,৪৪০ টাকা।
পদের নাম :

নার্স (শুধুমাত্র মহিলা)।

শূন্যপদ :

১ টি।
বয়স :

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৩ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :

মাধ্যমিক পাস এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইড কোর্স করে থাকতে হবে। GNM কোর্স অথবা নার্সিং এ ডিপ্লোমা করে থাকতে হবে এবং নার্স সম্পর্কিত যেকোন ফিল্ডে অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :

প্রতিমাসে ১২,০০০ টাকা।
পদের নাম :

আয়া (শুধুমাত্র মহিলা)।

শূন্যপদ :

১২ টি।
বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৫০ এর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা :

অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন :

প্রতিমাসে ১২,০০০ টাকা।
পদের নাম :

চৌকিদার (শুধুমাত্র পুরুষ)।
শূন্যপদ :

১ টি।
বয়স:

০১/০৭/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

অষ্টম পাস এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজের অভিজ্ঞতা।
বেতন :

প্রতি মাসে ১২,০০০ টাকা।

আবেদন পদ্ধতি :


প্রার্থীরা  আবেদন করতে পারবেন অনলাইন ও অফলাইন এর মাধ্যমে । অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো https://www.howrahzilaparishad.in/ | পাশাপাশি অফলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি নীচে দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। এবং আবেদপত্র পাঠানোর ঠিকানা হলো- Office of the District Magistrate Howrah, Old Collectorate building, Social Welfare Section,1 No. Rishi Bankim Chandra RD, Howrah

আবেদন করার শেষ তারিখ :


১৩/০৯/২০২১ বিকেল ৫.৩০ পর্যন্ত।

অনলাইন লিংক:


APPLY NOW

error: Content is protected !!