Bank of Baroda Recruitment 2022
Contents
Bank of Baroda Recruitment 2022
ব্যাংকিং সেক্টরে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীরা, আপনাদের জন্য একটি সুবর্ণ চাকরির সুযোগ এসেছে। ব্যাঙ্ক অফ বরোদাতে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । Branch Receivables Manager পদের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে । আগ্রহীরা ১৪ এপ্রিল, ২০২২ পর্যন্ত ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট – bankofbaroda.in – অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

Vacancy Details For Bank of Baroda Recruitment 2022
Branch Receivables Manager: ১৫৯টি পদ
SC: 23 posts
ST: 11 posts
OBC: 42 posts
EWS: 15 posts
UR: 68 posts
Eligibility Criteria For Bank of Baroda Recruitment 2022
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করার জন্য, একজন প্রার্থীকে অবশ্যই ভারত সরকার / ইউজিসি / এআইসিটিই দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি (স্নাতক) থাকতে হবে।
Selection Procedure For Bank of Baroda Recruitment 2022
I. সেলেকশনটি হবে শর্টলিস্টিং এবং পার্সোনাল ইন্টারভিউ এর মাধ্যমে ।
II. আবেদনের জন্য প্রত্যেক প্রার্থীর ৬৫০ বা তার বেশি সিভিল স্কোর থাকতে হবে ।
Application fees
জেনারেল , ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের : Rs.600 + অ্যাপ্লিকেশন ট্যাক্স + পেমেন্ট গেটওয়ে চার্জ
।
এস.সি , এস.টি , পি.ডব্লিউ.ডি এবং মহিলা প্রার্থীদের : Rs.100 + অ্যাপ্লিকেশন ট্যাক্স + পেমেন্ট গেটওয়ে চার্জ ।
বয়স সীমা
উপরে উল্লিখিত পদে আবেদন করার জন্য , প্রার্থীর বয়স অবশ্যই 23-35 বছরের মধ্যে হতে হবে ।
অফিসিয়াল বিজ্ঞপ্তি চেক করার জন্য এখানে সরাসরি লিঙ্ক রয়েছে
ব্যাংক অফ বরোদা নিয়োগ 2022 এর জন্য কীভাবে আবেদন করবেন?
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১৪ এপ্রিল, ২০২২ এর আগে অফিসিয়াল ওয়েবসাইট –https://www.bankofbaroda.in/ এর মাধ্যমে উপরোক্ত পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
পোস্টের জন্য আবেদন করতে, নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন
Bank of Baroda Recruitment 2022: Click Here to Apply Online