সাময়িক বায়ু কাকে বলে
Contents
সাময়িক বায়ু কাকে বলে

দিনের বিভিন্ন সময়ে বা বছরের বিভিন্ন ঋতুতে বায়ুমণ্ডলের উষ্ণতা এবং চাপের পার্থক্যের জন্য সাময়িকভাবে কিছু বায়ু প্রবাহিত হয় । এগুলিকে সাময়িক বায়ু বলা হয় ।
সাময়িক বায়ু প্রধানত তিন প্রকার , যথা — ( ১ ) সমুদ্র বায়ু ( ২ ) স্থলবায়ু এবং ( ৩ ) মৌসুমি বায়ু ।
সমুদ্র বায়ু
দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ যখন অধিক উষ্ণ হয় , তখন জলভাগের ওপর থেকে অপেক্ষাকৃত ঠান্ডা বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে । একে বলে সমুদ্র বায়ু । হাওড়া , হুগলি , কলকাতা , ২৪ পরগনা ( উত্তর ও দক্ষিণ ) প্রভৃতি জেলায় গ্রীষ্মকালে সন্ধ্যাবেলায় যে স্নিগ্ধ মনােরম দক্ষিণা বায়ু প্রবাহিত হয় , তা দক্ষিণের বঙ্গোপসাগর থেকে আসা সমুদ্র বায়ু ।
স্থলবায়ু
রাত্রিবেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে ঠান্ডা হলেও জলভাগ উষ্ণ থাকে । ফলে স্থলভাগ থেকে ঠান্ডা বায়ু জলভাগের দিকে ছুটে যায় , একে বলে স্থলবায়ু । এই বায়ু মধ্যরাত্রির পর বিশেষ করে রাত্রির শেষের দিকে প্রবলভাবে প্রবাহিত হয় ।
মৌসুমি বায়ু
‘ মৌসিম্ ’ একটি আরবি শব্দ , এর অর্থ ‘ ঋতু ’। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে মৌসুমি বায়ু । গ্রীষ্ম ও শীত ঋতুতে জলভাগ ও স্থলভাগের মধ্যে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের পার্থক্য হয় । ফলে ঋতু অনুসারে বায়ু , জলভাগ থেকে স্থলভাগে বা স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় । একেই বলে মৌসুমি বায়ু । ভারতে গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় ।
Joy baba lokenath,eisob momdoli gulo theke ghor poribarta susthi rakho
Thanks 👍👍