ভূগোল

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কী

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কী

e73f1fe7bab9bb50aab9803b7d40559a
বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ কী

বায়ুর ওজন আছে । তাই ভূপৃষ্ঠের ওপর বায়ুমণ্ডলের চাপ পড়ে । তবে , বায়ুর চাপ বেশি হবে না কম হবে তা নির্ভর করে বায়ুতে কী পরিমাণ বায়ুকণা আছে তার ওপর । যদি একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে খুব বেশি সংখ্যায় বায়ুকণা থাকে তাহলে তার ওজন বা চাপ বেশি হবে অর্থাৎ উচ্চচাপ হবে । আর যদি ওই একই আয়তনের বায়ুতে কম সংখ্যায় বায়ুকণা থাকে তবে তার ওজন বা চাপ কম হবে অর্থাৎ নিম্নচাপ হবে । বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সাধারণত ব্যারোমিটার যন্ত্রে  বায়ুচাপের মাত্রার মাধ্যমে প্রকাশ করা হয় । যদি ব্যারোমিটারে বায়ুচাপের মাত্রা ১০১৩ মিলিবার বা তার বেশি হয় তবে সেই অবস্থাকে বায়ুর উচ্চচাপ এবং ৯৮৬ মিলিবার বা তার কম হয় তাহলে সেই অবস্থাকে বায়ুর নিম্নচাপ বােঝায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!