ভূগোল

বৈপরীত্য উত্তাপ কাকে বলে

বৈপরীত্য উত্তাপ কাকে বলে

mqdefault
বৈপরীত্য উত্তাপ কাকে বলে

ভূপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেলে তাপমাত্রা হ্রাস পায় । একে তাপমাত্রা স্বাভাবিক হ্রাসের হার ( normal temperature lapse rate ) বলে । কিন্তু কোনাে কোনাে সময় উচ্চতা অনুসারে উ‌ষ্ণতা না কমে বেড়ে যায় । সাধারণত পার্বত্য উপত্যকার শান্ত , আবহাওয়ায় এরকম দেখা যায় । শান্ত মেঘ মুক্ত রাত্রিতে পর্বতের ওপর অংশের বায়ু দ্রুত তাপ বিকিরণ করে খুব ঠান্ডা ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বরাবর নীচের উপত্যকায় নেমে পড়ে । ফলে , উপত্যকার নীচু অংশের উত্তাপ পর্বতের ওপর অংশের তুলনায় অনেক কম হয় । একে বলে বৈপরীত্য উত্তাপ । এজন্য ইউরােপের অনেক জায়গায় লােকবসতি ও কৃষিকাজ উপত্যকার নীচের দিকে না হয়ে পর্বতের ওপরের ঢালে দেখা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!