অশ্ব অক্ষাংশ কাকে বলে
অশ্ব অক্ষাংশ কাকে বলে

উভয় গােলার্ধে ৩০° থেকে ৩৫° অক্ষরেখার মধ্যে অর্থাৎ উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয়ে শীতল ও ভারী বায়ু ওপর থেকে নীচে নামে । এখানে ভূপৃষ্ঠের সমান্তরাল বায়ুপ্রবাহ বিশেষ দেখা যায় না । ফলে এখানকার বায়ুমণ্ডলে একটি , শান্তভাব বিরাজ করে । একে বলে উপক্রান্তীয় শান্ত বলয় । আগেকার দিনে অশ্ব বােঝাই পালতােলা জাহাজ সমূহ ইউরােপ থেকে উত্তর আমেরিকা বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে যাবার সময় ( উত্তর গােলার্ধের ) উপক্ৰান্তীয় শান্ত বলয়ে এসে , মাঝে মাঝেই প্রায় গতিহীন অবস্থায় কিছুদিন পড়ে থাকত । তখন খাদ্য ও পানীয় জলের ব্যবহার কমাতে এবং জাহাজকে কিছুটা হালকা করার জন্য নাবিকেরা অনেক অশ্বকে জলে ফেলে দিত । সেই ঘটনা থেকে ৩০° থেকে ৩৫° উত্তর অক্ষাংশ অর্থাৎ উপক্ৰান্তীয় শান্ত বলয়কে অশ্ব অক্ষাংশ বলা হয় ।