ভূগোল

অ্যালবেডো কাকে বলে

অ্যালবেডো কাকে বলে

index 4
Albedo

বিজ্ঞানীদের মতে , সূর্য পৃষ্ঠের উষ্ণতা প্রায় ৬,০০০° সে. । প্রচণ্ড উত্তপ্ত এই সূর্য থেকে প্রতিনিয়তই স্বল্প দৈর্ঘ্যের যে তাপ চারপাশে বিকিরিত হচ্ছে , সেই তাপ মহাশূন্যের ভেতর দিয়ে সেকেন্ডে প্রায় ২,৯৭,৬০০ কিমি বেগে এসে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে । তবে যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে আসে তার প্রায় ৪০ শতাংশ ( অন্য মতে ৩৫ শতাংশ ) মেঘ , ধূলিকণা , ভূপৃষ্ঠ এবং বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় । পৃথিবী থেকে সূর্যরশ্মির এই মহাশূন্যে প্রত্যাবর্তনকে বলে অ্যালবেডো ( Albedo ) |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!