ভূগোল

সমোষ্ণ রেখা কাকে বলে

সমোষ্ণ রেখা কাকে বলে

যে কাল্পনিক রেখার সাহায্যে ভূপৃষ্ঠের সমতাপ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করা হয় , সেই রেখাকে সমোষ্ণ রেখা বলে । ভূপৃষ্ঠে যেসব স্থানের গড় তাপমাত্রা একই থাকে , মানচিত্রে সেইসব স্থানের ওপর দিয়ে এই সমোষ্ণ রেখা টানা হয় । সমোষ্ণ রেখা সমন্বিত মানচিত্রের সাহায্যে পৃথিবীর যে-কোনাে অঞ্চলের উ‌ষ্ণতার বিস্তৃতি সম্পর্কে অবহিত হওয়া যায় । যেহেতু জানুয়ারি ও জুলাই মাসে উষ্ণতার সর্বাধিক পার্থক্য হয় তাই সাধারণত বছরের এই দু-মাসের সমোষ্ণ রেখা সমন্বিত মানচিত্র আঁকা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!