ভূগোল

বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে

বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে

images 2
বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে

জেট বিমান সমূহ বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে । কারণ 一 বায়ুমণ্ডলের একবারে নীচের স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প , ধূলিকণা বেশি পরিমাণে থাকে । তাই মেঘ বা প্রবল বায়ুপ্রবাহ এই স্তরেই সৃষ্টি হয় । প্রবল বায়ুর উদ্দামতা , ঝড় বৃষ্টি , বিদ্যুৎ-বজ্রপাত প্রভৃতি সবেরই সৃষ্টি এই স্তরে । পৃথিবীর আবহাওয়ার বেশির ভাগ প্রক্রিয়াই এই স্তরে সীমাবদ্ধ । তাই ট্রপোস্ফিয়ারকে অনেকেই ‘ বায়ুমণ্ডলের অন্দরমহল ‘ নামে অভিহিত করেন । কিন্তু এর ঠিক ওপরের স্তরে অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারে জলীয় বাষ্প বা মেঘ থাকে না বললেই চলে । এজন্য এই স্তরে বেশ শান্ত অবস্থা বিরাজ করে ( প্রসঙ্গত , উল্লেখ্য , স্ট্রাটোস্ফিয়ার স্তরের আর এক নাম ‘ শান্ত মণ্ডল ’ ) । সুতরাং মেঘ-বৃষ্টি , ঝড়-ঝঞ্ঝা , বিদ্যুৎ-বজ্রপাত প্রভৃতি এড়াতে জেট বিমান সমূহ স্ট্রাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে যাওয়া সুবিধাজনক মনে করে ।

One thought on “বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে বিমান চলাচল করে

  • Prabir Mondal

    Please call me back

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!