ভূগোল

মরু অঞ্চলে বায়ু কি কি প্রক্রিয়ায় কার্য করে

Contents

মরু অঞ্চলে বায়ু কি কি প্রক্রিয়ায় কার্য করে

hmgc hmgck 1024x640 1
মরু অঞ্চলে বায়ু কি কি প্রক্রিয়ায় কার্য করে

মরু অঞ্চলে বায়ু সাধারণত তিন ভাবে কাজ করে — ( ১ ) ক্ষয় , ( ২ ) বহন এবং ( ৩ ) সঞ্চয় ।

বায়ুর ক্ষয়কার্য 

বায়ু তিনটি পদ্ধতিতে ক্ষয়কার্য করে — ( i ) অবঘর্ষ , ( ii ) অপসারণ এবং ( iii ) ঘর্ষণ । 

অবঘর্ষ : 

মরু অঞ্চলে বায়ুর মধ্যে বিভিন্ন মাপের পাথরখণ্ড , বালি ও শক্ত কোয়ার্টজ কণা থাকে । ফলে বায়ু বাহিত বিভিন্ন আকারের পাথরখণ্ডের সঙ্গে ভূপৃষ্ঠের শিলাস্তরের ঘর্ষণে শিলাস্তরের গায়ে কোথাও আঁচড় কাটার মতাে দাগ , কোথাও বেশ গভীর দাগ , কোথাও অসংখ্য ছােটো ছােটো গর্ত তৈরি হয় । এই ধরনের ক্ষয়কেই বলে অবঘর্ষ । 

অপসারণ : 

প্রবল বায়ুপ্রবাহ মরুভূমির বালিকে এক স্থান থেকে আর এক স্থানে উড়িয়ে নিয়ে যায় । একে বলে অপসারণ ।  

ঘর্ষণ : 

প্রবল বেগে প্রবাহিত বায়ুর সঙ্গে যেসব পাথরখণ্ড থাকে সেগুলি পরস্পরের সঙ্গে ঘর্ষণ ও ঠোকাঠুকিতে চূর্ণবিচূর্ণ হয়ে অবশেষে বালিতে পরিণত হয় । একে ঘর্ষণ বলে । বায়ুর এই তিন প্রকার ক্ষয়কার্যের ফলে জুগ্যান , ইয়ার্দাং , গৌর , ইনসেলবার্জ , অবনত ভূমি বা ধান্দ প্রভৃতি ভূমিরূপ গঠিত হয় । 

বায়ুর বহন কার্য 

ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে বায়ু তিন ভাবে বহন করে— ( i ) ভাসমান প্রক্রিয়া , ( ii ) লম্ফন প্রক্রিয়া এবং ( iii ) গড়ানে প্রক্রিয়া । 

ভাসমান প্রক্রিয়া : 

সূক্ষ্ম বালুকণা হালকা বলে প্রবহমান বায়ুর মধ্যে ভাসমান অবস্থায় বহু দূরে উড়ে যায় । 

লম্ফন প্রক্রিয়া : 

কিছুটা বড়াে বা মাঝারি আকৃতির পাথর ভারী বলে বার বার ভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে লাফিয়ে লাফিয়ে বায়ুপ্রবাহের সঙ্গে এগিয়ে চলে । 

গড়ানে প্রক্রিয়া : 

বালির বড়াে বড়াে দানা , পাথরখণ্ড প্রভৃতি প্রবল বেগে প্রবাহিত বায়ুর সঙ্গে গড়িয়ে গড়িয়ে এগিয়ে চলে । 

বায়ুর সঞ্চয় কার্য 

প্রবহমান বায়ুর গতিপথে গাছপালা , প্রস্তরখণ্ড , ঝােপঝাড় বা অন্য কোনােরকম বাধা থাকলে তাতে প্রতিহত হয়ে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয় এবং এইভাবে সঞ্চিত হতে হতে ক্রমশ ঢিবির মতাে উঁচু হয়ে ওঠে । 

বায়ুর সঞ্চয় কার্যের ফলে তির্যক বালিয়াড়ি বা বার্খান , অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ , রােরডস বালিয়াড়ি , মস্তক বালিয়াড়ি , পুচ্ছ বালিয়াড়ি প্রভৃতি নানারকম বালিয়াড়ি এবং লােয়েস সমভূমি গঠিত হয় । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!