ভূগোল

প্লায়া হ্রদ কাকে বলে

প্লায়া হ্রদ কাকে বলে

index 13
প্লায়া হ্রদ কাকে বলে

মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যত ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলির মধ্যে মরু হ্রদ বা প্লায়া হ্রদ অন্যতম । প্রবল বায়ুপ্রবাহ মরু অঞ্চলের বালিকে এক জায়গা থেকে আর এক জায়গায় উড়িয়ে নিয়ে যায় । এইভাবে ক্রমাগত বালি অপসারিত হলে এক জায়গায় বড়াে বড়াে গর্ত সৃষ্টি হয় । গর্তগুলির গভীরতা যদি ভূগর্ভস্থ জলস্তর পর্যন্ত পৌঁছােয় , তাহলে এগুলি জলে পূর্ণ হয়ে লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি হয় । এগুলিকে বলে মরু হ্রদ বা প্লায়া হ্রদ ( Playa lake ) । উদাহরণ — মিশরের কাটরা অবনত অঞ্চলে এইরকম অনেক হ্রদ দেখা যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!