প্লায়া হ্রদ কাকে বলে
প্লায়া হ্রদ কাকে বলে

মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে যত ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলির মধ্যে মরু হ্রদ বা প্লায়া হ্রদ অন্যতম । প্রবল বায়ুপ্রবাহ মরু অঞ্চলের বালিকে এক জায়গা থেকে আর এক জায়গায় উড়িয়ে নিয়ে যায় । এইভাবে ক্রমাগত বালি অপসারিত হলে এক জায়গায় বড়াে বড়াে গর্ত সৃষ্টি হয় । গর্তগুলির গভীরতা যদি ভূগর্ভস্থ জলস্তর পর্যন্ত পৌঁছােয় , তাহলে এগুলি জলে পূর্ণ হয়ে লবণাক্ত জলের হ্রদ সৃষ্টি হয় । এগুলিকে বলে মরু হ্রদ বা প্লায়া হ্রদ ( Playa lake ) । উদাহরণ — মিশরের কাটরা অবনত অঞ্চলে এইরকম অনেক হ্রদ দেখা যায় ।