ভূগোল

মরুদ্যান কাকে বলে

মরুদ্যান কাকে বলে

hqdefault 2
মরুদ্যান কাকে বলে

মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের অন্যতম নিদর্শন মরুদ্যান বা ওয়েসিস । প্রবল বেগে প্রবাহিত বায়ু মরুভূমির বালিকে এক স্থান থেকে আর এক স্থানে উড়িয়ে নিয়ে যায় । এর ফলে কখনাে কখনাে বিস্তীর্ণ অঞ্চলের ভূমি নীচু বা অবনত হয়ে যায় । এইভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে বালি অপসারিত হতে হতে অনেক সময় সেই অবনত অঞ্চলের গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায় । ভূগর্ভস্থ জলস্তর ভূপৃষ্ঠের কাছাকাছি বা অল্প গভীরতায় থাকলে , সেই জলের সাহায্যে মরুভূমির মাঝেও নানা ধরনের গাছ জন্মায় , সবুজ উদ্যান সৃষ্ট হয় । ধুধু মরুভূমির মাঝখানে গাছপালা সমৃদ্ধ সবুজ ভূমিকেই বলে মরুদ্যান বা ওয়েসিস । উদাহরণ — বালি অপসারিত হওয়ায় মিশরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সৃষ্টি হয়েছে কাটরা অবনত ভূমি , যেখানে অনেকগুলি মরূদ্যান আছে । এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৩০ মিটার নীচে অবস্থিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!