ভূগোল

ঝুলন্ত উপত্যকা কাকে বলে

ঝুলন্ত উপত্যকা কাকে বলে

maxresdefault 2
ঝুলন্ত উপত্যকা কাকে বলে

সুউচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেসব ভূমিরূপের সৃষ্টি হয় তাদের মধ্যে অন্যতম হল ঝুলন্ত উপত্যকা । ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় বিশেষ অবস্থায় , যেমন — অনেক সময় প্রধান হিমবাহের দুপাশ থেকে অনেক ছােটো ছােটো হিমবাহ বা উপ-হিমবাহ এসে প্রধান হিমবাহের সঙ্গে মেশে । প্রধান হিমবাহের ক্ষয়কার্য বেশি বলে ওইসব উপ-হিমবাহের তুলনায় প্রধান হিমবাহের উপত্যকাও বেশ গভীর হয় । মূল হিমবাহ উপত্যকা এবং উপ-হিমবাহ উপত্যকার মধ্যে গভীরতার পার্থক্য থাকে বলে উভয়ের মিলনস্থলে কম গভীরতা বিশিষ্ট উপ-হিমবাহ উপত্যকাকে প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয় । এই ধরনের উপ-হিমবাহের উপত্যকাকে বলে ঝুলন্ত উপত্যকা ।

পরবর্তীকালে , উপত্যকা দুটিতে হিমবাহ গলে গিয়ে নদী প্রবাহিত হলে কম গভীরতা বিশিষ্ট উপত্যকার নদীটি নীচে অবস্থিত প্রধান উপত্যকার ওপর ঢালের পার্থক্যের জন্য প্রবল বেগে নীচে পড়ে । তাই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!