হিমরেখা ও হিমশৈল কাকে বলে
Contents
হিমরেখা ও হিমশৈল কাকে বলে

হিমরেখা কাকে বলে
উঁচু পার্বত্য অঞ্চলে বা মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হয় । পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারাবছর সেই তুষার জমে থাকে , সেই সীমারেখাকে বলে হিমরেখা । হিমালয় পার্বত্য অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা স্থানবিশেষে প্রায় ৪,০০০ থেকে ৫,০০০ মিটার । তবে তীব্র ঠান্ডার জন্য মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয় ।
হিমানী সম্প্রপাত কী
অনেক সময় পার্বত্য অঞ্চলের চলমান হিমবাহ থেকে বিশাল বরফের স্থূপ ভেঙে ভেঙে প্রচণ্ড বেগে নীচে এসে পড়ে । একে বলে হিমানী সম্প্রপাত । এগুলি এক এক সময় এত বড়াে হয় যে , এর পতনে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় এবং এর গতিপথে গাছপালা , বাড়িঘর যা কিছু পড়ে সব ধ্বংস হয়ে যায় ।
হিমশৈল কাকে বলে
সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্থূপকে হিমশৈল বলে । সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল রফের স্তুপ আলাদা হয়ে সংলগ্ন সমুদ্রে হিমশৈলরূপে ভেসে বেড়ায় । হিমশৈলের ১/৯ ভাগ জলের ওপর দেখা যায় । বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম যাত্রাতেই এরকম একটি হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে গভীর সমুদ্রে ডুবে যায় ।
Dear digiexamguide.com