প্রাকৃত ভাষা
প্রাকৃত ভাষা
প্রাকৃত ভাষা হল প্রকৃতিপুঞ্জ এর বা জনগণের ব্যবহৃত ভাষা । অর্থাৎ লােকমুখে প্রাচীন আর্যভাষা ক্রমাগত ভাঙতে ভাঙতে বা বিকৃত হতে হতে প্রাকৃত ভাষার উদ্ভব ।
প্রাকৃত পর্যায়ের দ্বিতীয় স্তর ( খ্রি . পূ . ২০০-৩০০ খ্রি . ) হল প্রাকৃত ভাষা । সংস্কৃত নাটকের সাধারণ লােক চরিত্রের মুখে এ ভাষার ব্যবহার দেখা যায় । দ্বিতীয় স্তরের ওই ধরনের প্রাকৃত ছিল ‘ সাহিত্যিক প্রাকৃত ‘ । ভারতের বিভিন্ন অঞ্চলভেদে প্রাকৃতের বিভিন্ন প্রাদেশিক রূপ দেখা যায় । সেদিক থেকে ভাষা তাত্ত্বিকেরা কয়েকটি ভাগের কথা বলেছেন , যেমন — মহারাষ্ট্র , শৌরসেনী , মাগধী , অর্ধমাগধী । প্রাকৃতের তৃতীয় স্তর তথা সরলীকৃত পর্যায় , যা থেকে অপভ্রংশের স্তর অতিক্রম করে নব্য ভারতীয় ভাষা বা প্রাদেশিক ভাষার উদ্ভব ।