অন্যান্য

অস্ট্রিক ভাষা

অস্ট্রিক ভাষা

অস্ট্রিক ভাষা কোল ( Kol ) বা মুন্ডা ( Munda ) ভাষা রূপে পরিচিত । ভারতে আগন্তুক অস্ট্রিক জাতির মূল বাসস্থান কোথায় ছিল তা নিয়ে পণ্ডিত মহলে মতপার্থক্য আছে । তবে অস্ট্রিক ভাষাগােষ্ঠীর ভৌগােলিক বিস্তৃতি আফ্রিকার দক্ষিণ-পূর্ব মাদাগাস্কার দ্বীপ থেকে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ পর্যন্ত । অস্ট্রিক ভাষা কোল ( Kol ) বা মুন্ডা ( Manda ) প্রধান দুটি শাখায় বিভক্ত । প্রথম, পশ্চিমা শাখা , যার অন্তর্ভুক্ত হল শবর , করকু , খড়িয়া প্রভৃতি । দ্বিতীয়, পূর্বী শাখা , যার অন্তর্ভুক্ত হল সাঁওতালি , হাে , মুন্ডারি , কোড়া , ভূমিজ প্রভৃতি । 

কার্পাস , তাম্বুল , অলাবু , মরিচ , নীর , লাঙ্গল , ফল প্রভৃতি অস্ট্রিক শব্দ সংস্কৃত ভাষায় অনুপ্রবিষ্ট হয়ে পরবর্তীকালে বাংলা শব্দ ভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে । তা ছাড়া ডাঙা , ডিঙা , মুড়ি , খােকা , খুঁটি , ঝাউ , খড় প্রভৃতি অস্ট্রিক শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে স্থান করে নিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!