অন্যান্য

অপভ্রংশ বলতে কী বোঝায়

অপভ্রংশ বলতে কী বোঝায়

অপভ্রংশ শব্দের অর্থ হল ‘ মূল শব্দ বা ভাষার বিকৃতি ’ । প্রাকৃত স্তরভেদে সরলীকৃত হতে হতে তৃতীয় বা শেষ স্তরে যে অবস্থায় আসে , ভারতীয় আর্যভাষার ওই বিবর্তিত রূপকে বলা হয় অপভ্রংশ ( ৬০০-১০০০ খ্রি. ) । 

অপভ্রংশ উদাহরণ — অদ্য ( সং ) > অব্দ ( প্রা ) > অজ্জি ( অপভ্রংশ ) । 

অপভ্রংশ থেকে উত্তর ভারতে আধুনিক বা নব্য ভারতীয় ভাষা সমূহের জন্ম । মহারাষ্ট্র , শৌরসেনী , মাগধী প্রভৃতি প্রাকৃত থেকে যথাক্রমে মহারাষ্ট্র অপভ্রংশ , শৌরসেনী অপভ্রংশ , মাগধী অপভ্রংশ প্রভৃতি ভাষার উদ্ভব । বিহার অঞ্চলে মাগধী অপভ্রংশের বিকৃতরূপ অবহট‌্ঠ নামে পরিচিত । বিদ্যাপতি রচিত ‘ কীর্তিপতাকা ’ ও ‘ কীর্তিলতা ’ অবহট‌্ঠের নিদর্শন ।

One thought on “অপভ্রংশ বলতে কী বোঝায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!