অন্যান্য

ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য

ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য

দক্ষিণ-পশ্চিমবঙ্গের অন্তর্গত দক্ষিণ-পশ্চিম মেদিনীপুর , দক্ষিণ-পশ্চিম বাঁকুড়া , পুরুলিয়া , বিহার ও ঝাড়খণ্ডের কিছু অঞ্চলের উপভাষা ঝাড়খণ্ডী

ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য 

⏩ ও-কারের অ-কার উচ্চারণের প্রবণতা । যেমন — চোর > চর , লােক > লক । 

⏩ ‘ র ’ ও ‘ ন উচ্চারণে ‘ ল ’-এর প্রবণতা । যেমন — নয় > লয় , লােকেরা > লােকলা । 

ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য 

⏩ ‘ আছ্ ’ ধাতুর স্থলে ‘ বট ’ ধাতুর ব্যবহার । যেমন — হঁ মিছা কথা বটে । 

⏩ ক্রিয়াপদে সার্বিক ‘ ক ’ প্রত্যয়ের ব্যবহার । যেমন — আজ সে বাড়ি যাবেক নাই । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!