বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য
বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য
মধ্যবঙ্গের অন্তর্গত মালদহ , দক্ষিণ দিনাজপুর , রাজশাহি , পাবনা অঞ্চলের উপভাষা হল বরেন্দ্রী ।
বরেন্দ্রী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য
⏩ কোথাও শব্দের আদিতে ‘ র ’ লােপ পায় । যেমন — রক্ত > অক্ত , রাস্তা > আস্তা ।
⏩ কোথাও শব্দের আদিতে ‘ র ’ – এর আগম হয় । যেমন — আম > রাম , ইন্দুর > র্যানদুরা ।
বরেন্দ্রী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য
⏩ সম্বন্ধপদের বিভক্তিতে ‘ গাের ’ – এর ব্যবহার । যেমন — আমাগাের ।
⏩ অধিকরণকারকে ‘ তে ’ বিভক্তিতে ‘ ত ’ – এর ব্যবহার । যেমন – ছাতিত ব্যথা ।