অন্যান্য

বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য

বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য

পূর্ব ও দক্ষিণ-পূর্ব বঙ্গ যা এখন বাংলাদেশের অন্তর্গত , ওই অঞ্চলের উপভাষা হল বঙ্গালী

বঙ্গালী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য :

⏩ ও > উ হয়ে উচ্চারিত হয় । যেমন — ভাের > ভুর , চোর > চুর 

⏩ ড় > র হয়ে উচ্চারিত হয় । যেমন — বাড়ি > বারি , পাড়ি > পারি । 

বঙ্গালী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য :

⏩ ভবিষ্যৎকাল বােঝাতে নিত্যবৃত্ত অতীতের প্রয়ােগ । যেমন — পড়িতাম না । 

⏩ ঘটমান অর্থ বােঝাতে সাধারণ বর্তমানের প্রয়ােগ । যেমন — বাপে ডাকে ( বাপ ডাকছে ) । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!