অন্যান্য

কামরূপী উপভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য

কামরূপী উপভাষার ধ্বনিগত বৈশিষ্ট্য

কামরূপী উপভাষার আর একটি নাম হল রাজবংশী

⏩ পদের শেষে ‘ অ ‘ ধ্বনি ‘ ও ’ হয়ে উচ্চারিত হয় ; যেমন — বসিত > বইতাে , হইত > অইতাে ইত্যাদি । 

⏩ অনেক সময় অন্ত ‘ অ ’ ‘ উ ’ হয়েও উচ্চারিত হয় ; যেমন — দুঃখ > দুকখু , তুচ্ছ > তুচ্ছু । 

⏩ শব্দের আদিতে ‘ অ ’ শ্বাসাঘাতের ফলে কখনাে-কখনাে ‘ আ ’ হয়ে উচ্চারিত হয় ; যেমন — অবস্থা > আবস্থা , অকথা > আকথা ইত্যাদি । 

⏩ ‘ ন ’ ‘ ল ’ হয়ে উচ্চারণের প্রবণতা দেখা যায় ; যেমন — নীল > লীল , নামা > লামা , ননী > লনী ইত্যাদি । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!