অন্যান্য

ভারতীয় আর্যভাষা

ভারতীয় আর্যভাষা

index 5
ভারতীয় আর্যভাষা

আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ শতকের কিংবা তারও আগে আর্য ভাষাভাষী জনগােষ্ঠীর বিভিন্ন ধারা পূর্ব আফগানিস্তান , উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ , পশ্চিম পাঞ্জাব , কাশ্মীর প্রভৃতি অঞ্চলে অনুপ্রবিষ্ট আর্যাবর্ত হয়ে বসতি স্থাপন করে । কালক্রমে পূর্ব পাঞ্জাব ও মধ্যভারতেও তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় । প্রাক-আর্য জনগােষ্ঠী তাদের কাছে পরাজিত হয়ে বিতাড়িত হয় এবং আর্যভাষা , সভ্যতা ও সংস্কৃতির বিস্তার হেতু উত্তর ভারতে পত্তন হয় ‘ আর্যাবর্ত ’ -এর । আর্যাবর্তের নবাগত আর্য জনগােষ্ঠীর ভাষাই হল ভারতীয় আর্যভাষা ( Indo Aryan Language ) । 

ভারতীয় আর্যভাষা ইন্দো-ইরানীয় ভাষার অন্যতম প্রধান শাখা । ইন্দো-ইরানীয় ভাষাকে সামগ্রিক ভাবে আর্যভাষা ( Aryan Language ) -ও বলা হয় । ইন্দো-ইরানীয় ভাষা তিনটি শাখায় বিভক্ত ; সেগুলির মধ্যে ইন্দো-ইরানীয় ভাষা । ভারতীয় ভাষা শাখাটি ‘ ভারতীয় আর্যভাষা ’ ( Indo Aryan Language ) নামে খ্যাত । বাকি দুটি শাখার একটি ইরানীয় আর্য , অপরটি দরদ আর্য । ভারতীয় আর্যভাষার প্রাচীনতম নিদর্শন হল ঋগবেদের সূক্ত গুলি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!