অন্যান্য

চলিত ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য

চলিত ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য

images 6
চলিত ভাষা ও চলিত ভাষার বৈশিষ্ট্য

কলকাতা ও ভাগীরথী নদীর তীরবর্তী স্থান সমূহের ভদ্র-শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের মার্জিত কথ্যভাষা যা সর্বজনগ্রাহ্য ও সর্বমান্য সাহিত্য ভাষারূপে গৃহীত , তাকে বলা হয় চলিত ভাষা । 

চলিত ভাষার বৈশিষ্ট্য 

ভাষায় তদ্ভব , দেশি ও বিদেশি ভাষার প্রাধান্য । রবীন্দ্রনাথের ভাষায় : ‘ স্বদেশি বিদেশি হালকা ভারী সব শব্দই ঘেঁষাঘেষি করতে পারে তার আঙিনায় ।… পারসি আরবি কথা চলিত ভাষা বহুল পরিমাণে অসংকোচে হজম করে নিয়েছে ।’

⏩ অসমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ , যেমন — করে ( < করিয়া ) , বসে ( < বসিয়া ) , রয়ে ( < রহিয়া ) , চেয়ে ( < চাহিয়া ) , নিয়ে ( < লইয়া ) ইত্যাদি ; সমাপিকা ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ , যেমন — ছুটছে ( < ছুটিতেছে ) , চলত ( < চলিত ) , পাচ্ছে ( < পাইতেছে ) , করছেন ( < করিতেছেন ) ইত্যাদি । 

⏩ সর্বনামপদের সংক্ষিপ্ত রূপ , যেমন — তার ( < তাহার ) , তারা ( < তাহারা ) , যারা ( < যাহারা ) ইত্যাদি । 

⏩ অনুসর্গের সংক্ষিপ্ত রূপ , যেমন — বাইরের ( < বাহিরের ) , কাছে ( < নিকটে ) , থেকে ( < থাকিয়া ) , মাঝে ( < মধ্যে ) ইত্যাদি । 

⏩ পদবিন্যাস ও বাক্য গঠন ভঙ্গি বিশেষ প্রকৃতির এবং ভাষা কিছুটা লঘু , সাবলীল ও স্বচ্ছন্দ গতিময় , যেন জীবন্ত । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!