প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজ কী
প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজ কী

প্রতিসম ভাঁজ
যে ভাঁজের দু-পাশের বাহু সমান কোণে দুদিকে হেলে থাকে এবং দুটি বাহু সমান দৈর্ঘ্যের হয় তাকে প্রতিসম ভাঁজ বলে ।
ভাঁজের দুদিকের সংকোচনকারী বল সমান হলে এই প্রকার ভাঁজ সৃষ্টি হয় এবং এর অক্ষতল সর্বদা উলম্ব হয় ।
অপ্রতিসম ভাঁজ
যখন কোনাে ভাঁজের একপাশে সংকোচন বল বেশি ও অন্য পাশে সংকোচন বল কম হয় তখন অক্ষতল কম সংকোচনকারী বলের পাশের দিকে হেলে যায় । এই অবস্থায় একদিকের বাহু বড়াে হয় ও অন্যদিকের বাহু ছােটো হয় এবং বাহু দুটির নতি ও নতি অভিমুখ ভিন্ন ভিন্ন হয় । এ ধরনের ভাঁজকে অপ্রতিসম ভাঁজ বলে ।
এই ভাঁজে এক পাশের বাহু অন্যপাশের বাহু অপেক্ষা বেশি খারা হয় এবং অক্ষতল হেলে থাকে ।