ভূগোল

ঊর্ধ্ব ভঙ্গ ও অধভঙ্গ এর মধ্যে পার্থক্য

ঊর্ধ্ব ভঙ্গ ও অধভঙ্গ এর মধ্যে পার্থক্য

ঊর্ধ্ব ভঙ্গ অধভঙ্গের মধ্যে পার্থক্য গুলি হলো 一

ভাঁজের আকৃতি

ঊর্ধ্ব ভঙ্গ : শিলার ভাঁজ উত্তল ।

অধভঙ্গ : শিলার ভাঁজ অবতল ।

বাহুর নতি

ঊর্ধ্ব ভঙ্গ : স্বাভাবিক ক্ষেত্রে দুটি বাহুর নতিদিক বিপরীতমুখী।

অধভঙ্গ : স্বাভাবিক ক্ষেত্রে দুটি বাহুর নতিদিক পরস্পরমুখী ।

শিলার অবস্থান

ঊর্ধ্ব ভঙ্গ : ভাঁজের একদম ভেতরে থাকে প্রাচীনতম শিলা এবং ক্রমশ বাইরের দিকে থাকে নবীন থেকে নবীনতর শিলা।

অধভঙ্গ : ভাঁজের একদম ভেতরে থাকে নবীনতম শিলা এবং ক্রমশ বাইরের দিকে থাকে প্রাচীন থেকে প্রাচীনতম শিলা।

ভূপ্রকৃতি

ঊর্ধ্ব ভঙ্গ : প্রাথমিক অবস্থায় শৈলশিরা বা উচ্চভূমি রূপে অবস্থান করে।

অধভঙ্গ : প্রাথমিক অবস্থায় উপত্যাকা বা নিচু অবনত ভূমিরূপ গঠন করে।

নদী

ঊর্ধ্ব ভঙ্গ : প্রথমে ভাঁজের বাহুকে অনুসরণ করে লম্ব অনুগামী উপনদী এবং পরবর্তী পর্যায়ে গ্রন্থি রেখা বরাবর পরবর্তী নদী বা আয়াম নদী প্রবাহিত হয় ।

অধভঙ্গ : উপত্যকা দিয়ে ভূমির ঢাল অনুযায়ী অনুদৈর্ঘ্য অনুগামী নদী প্রবাহিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!