ঊর্ধ্ব ভঙ্গ ও অধােভঙ্গ এর সংজ্ঞা
ঊর্ধ্ব ভঙ্গ ও অধােভঙ্গ এর সংজ্ঞা

ঊর্ধ্ব ভঙ্গ
যে ভাঁজে শিলাস্তর ওপরের দিকে বাঁক নিয়ে উত্তল ভাবে অবস্থান করে এবং ভাঁজের অক্ষতল থেকে দুটি বাহু পরস্পরের বিপরীতে হেলে থাকে তাকে ঊর্ধ্ব ভঙ্গ বা ঊর্ধ্ব ভাঁজ বলে ।
ভাঁজ-অক্ষ থেকে দুটি বাহুর বিপরীতমুখী নতি হয় এবং ভাঁজের ভেতরের দিকে থাকে পুরােনাে শিলা ও বাইরের দিকে নতুন শিলা । সাধারণভাবে ভাঁজ সৃষ্টির প্রাথমিক অবস্থায় ঊর্ধ্ব ভঙ্গ শৈলশিরা রূপে অবস্থান করে ।
অধােভঙ্গ
যে ভাঁজে শিলাস্তর নীচের দিকে বাঁক নিয়ে অবতল ভাবে অবস্থান করে এবং অক্ষতল থেকে ভাঁজের দুই পরস্পরের দিকে হেলে থাকে তাকে অধােভঙ্গ বলা হয় ।
বাহু দুটির নতির অভিমুখ পরস্পরমুখী হয় , ভাঁজের ভেতরের দিকে থাকে নবীন শিলা ও বাইরের দিকে থাকে প্রবীণ শিলা । ভাঁজ সৃষ্টির প্রথমে অধােভঙ্গের উপত্যকা গড়ে ওঠে ।