স্বাভাবিক বাঁধ কাকে বলে
স্বাভাবিক বাঁধ কাকে বলে

মধ্য ও নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি উল্লেখযােগ্য ভূমিরূপ হল স্বাভাবিক বাঁধ । সমভূমি ও বদ্বীপ প্রবাহে ভূমির ঢাল কম থাকে বলে নদী ধীরগতিতে প্রবাহিত হয় এবং নদীখাত প্রশস্ত , কিন্তু অগভীর হয় । গতিবেগ কম থাকে বলে এই সময় জলের সঙ্গে যেসব পলি , বালি , কাদা প্রভৃতি বাহিত হয়ে আসে নদী আর সেগুলি বহন করে আনতে পারে না । সেগুলি নদীর দুই তীরে সঞ্চিত হতে থাকে । এছাড়া প্লাবনের সময় যখন সমগ্র নদী উপত্যকা জুড়ে পলি সঞ্চয় এর মাধ্যমে প্লাবনভূমি গঠিত হতে থাকে , তখনও দূরত্ব সবচেয়ে কম বলে নদীর দুই তীরেই সবচেয়ে বেশি পলি সঞ্চিত হয় । এইভাবে ক্রমাগত নদীর দুই তীরে পলি সঞ্চিত হওয়ার ফলে তা বাঁধের মতাে উঁচু হয়ে যায় । এই বাঁধ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট হয় বলে একে স্বাভাবিক বাঁধ বলে । উদাহরণ — মধ্য ও নিম্নগতিতে গঙ্গা নদীর দুই তীরে এবং মিশরে নীলনদের দু পাশে উঁচু স্বাভাবিক বাঁধ দেখা যায় ।