প্লাবনভূমি কাকে বলে
প্লাবনভূমি কাকে বলে

মধ্য ও নিম্নগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে প্লাবনভূমির সৃষ্টি হয় । মধ্য ও নিম্নগতিতে নদীখাত অগভীর এবং প্রশস্ত হয় । এর ফলে বন্যা বা প্লাবনের সময় নদীতে হঠাৎ জলপ্রবাহের পরিমাণ বেড়ে গেলে দুই তীর বা কূল ছাপিয়ে সেই জল অনেক দূর পর্যন্ত প্লাবিত করে । নদীর জলের সঙ্গে যেসব পলি , বালি , কাদা ইত্যাদি থাকে সেগুলিও জলের সঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে । বন্যার জল যখন পুনরায় নদীখাতে ফিরে আসে , সেই সময় ওই জলের গতিবেগ বেশ কমে যায় । ফলে বন্যার সময় নদীখাতের দুপাশে ছড়িয়ে পড়া নদীবাহিত বস্তুসমূহের সবটা নদীখাতে ফিরে আসে না । অনেকটাই প্লাবিত অঞ্চলে সঞ্চিত হয় । এইভাবে বছরের পর বছর নদীর দু পাশে বা উপত্যকায় পলি , বালি , কাদা ইত্যাদি সঞ্চিত হতে হতে নতুন যে ভূমিভাগ গঠিত হয় , তাকে বলে প্লাবনভূমি । উদাহরণ — বিহারে গঙ্গা নদীর গতিপথের দু পাশে এবং অসম সমভূমিতে ব্রহ্মপুত্র নদের দু পাশে এই ধরনের প্লাবনভূমি দেখা যায় ।