জলপ্রপাত কাকে বলে
Contents
জলপ্রপাত কাকে বলে

নদীর জলপ্রবাহ যখন হঠাৎ উচ্চ স্থান থেকে নীচের দিকে লাফিয়ে পড়ে , তখন তাকে জলপ্রপাত বলে । নদীর গতিপথে কঠিন ও নরম শিলাস্তর ওপর-নীচে আড়াআড়ি ভাবে বা অনুভূমিকভাবে অবস্থান করলে , প্রবল স্রোতে ওপরের কঠিন শিলাস্তর ধীরে ধীরে ক্ষয় হয়ে নীচের নরম শিলাস্তর বেরিয়ে পড়ে । নরম শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হওয়ায় নদীস্রোত খাড়া ঢাল থেকে প্রবল বেগে নীচে পড়ে এবং জলপ্রপাতের সৃষ্টি করে । আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর সীমান্ত দিয়ে প্রবাহিত সেন্ট লরেন্স নদীর গতিপথে এরকম একটি বিখ্যাত জলপ্রপাত আছে । এর নাম নায়াগ্রা ।
ভূ-বিজ্ঞানীরা নদীখাতে জলের পরিমাণ ও ভূমির ঢাল অনুসারে জলপ্রপাতকে তিনটি শ্রেণিতে ভাগ করেন : >
র্যাপিড জলপ্রপাত :
জলপ্রপাতের ঢাল কম হলে তাকে র্যাপিড বলে । ছােটোনাগপুরের পাহাড়ি অঞ্চলে এরকম জলপ্রপাত প্রায়ই দেখা যায় ।
কাসকেড জলপ্রপাত :
জলপ্রপাত যখন খুব ছােটো হয় অথবা যখন খুব ছােটো ছােটো জলপ্রপাতের অজস্র ধারা সিঁড়ির মতাে ঢাল বেয়ে ধাপে ধাপে নীচের দিকে নামে , তখন তার নাম কাসকেড । রাঁচির জোনা জলপ্রপাত এই ধরনের ।
ক্যাটারাক্ট জলপ্রপাত :
জলপ্রপাত যখন ভীষণ ভয়ংকর এবং তার উত্তাল জলরাশি ফুলে-ফেঁপে অতল গহ্বরে ঝাপিয়ে পড়ে , তখন তাকে বলে ক্যাটারাক্ট । আফ্রিকার ভিক্টোরিয়া এই ধরনের জলপ্রপাত । ক্ষীণকায় হলেও রাঁচির হুড্রু জলপ্রপাতকে এই ধরনের জলপ্রপাত বলা যেতে পারে ।