ভূগোল

নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে

নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে

নদী তার গতিপথে জলধারার সাহায্যে চার ভাবে ক্ষয়কার্য করে : 

দ্রবণ — কোনাে কোনাে পাথর , যেমন — চুনাপাথর , লবণ প্রভৃতি নদীর জলে গলে গিয়ে বা দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয় , একে বলে দ্রবণ । 

জলপ্রবাহে ক্ষয় — পার্বত্য অঞ্চলে নদীখাতের নরম ও আলগা পাথরগুলি জলস্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে ভেঙে জলস্রোতের সাহায্যে বহু দূরে চলে যায় । এর নাম জলপ্রবাহে ক্ষয় । 

ঘর্ষণে ক্ষয় — নদীর জলের সঙ্গে বাহিত পাথরগুলি পরস্পর ঘর্ষণে এবং ঠোকাঠুকিতে ক্ষয় হয়ে যায় এবং অবশেষে বালুকণায় পরিণত হয় , একে বলে ঘর্ষণে ক্ষয় । 

অবঘর্ষ — নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের ঘর্ষণের ফলে নদীখাত ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীখাতে ছােটো ছােটো গর্তের সৃষ্টি হয় । গর্তগুলির জন্য নদীখাত আরও দ্রুত ক্ষয়ে যায় । এর নাম অবঘর্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!