রেগোলিথ কাকে বলে
রেগোলিথ কাকে বলে

আবহবিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণবিচূর্ণ হয়ে শেষে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল , কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে , যাকে বলে রেগোলিথ বা ভূ-আস্তরণ । এই রেগোলিথকেই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা বা মৃত্তিকা উৎপাদনের কাঁচামাল বলা যায় । কারণ কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগােলিথের শিথিল কোমল বস্তুকণাগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় ।
Good ………………
সুন্দর পোস্ট