ভূগোল

আবহবিকার কিভাবে মৃত্তিকা সৃষ্টি করে

আবহবিকার কিভাবে মৃত্তিকা সৃষ্টি করে

images 1
মৃত্তিকা

আবহবিকারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ফল হল এটি মৃত্তিকা সৃষ্টিতে সাহায্য করে । আবহবিকারের ফলে শিলা ক্রমাগত চূর্ণবিচূর্ণ হয়ে শেযে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণায় পরিণত হয় এবং ভূমির ওপর এক শিথিল , কোমল বস্তুকণার আবরণ সৃষ্টি করে , যাকে বলে রেগোলিথ বা ভূ-আস্তরণ । এই রেগোলিথকেই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক অবস্থা বা মৃত্তিকা উৎপাদনের কাঁচামাল বলা যায় । কারণ কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগােলিথের শিথিল কোমল বস্তুকণাগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয় । উদাহরণ হিসাবে ল্যাটেরাইট মৃত্তিকার কথা বলা যেতে পারে । উষ্ণ-আর্দ্র জলবায়ু অঞ্চলে আবহবিকারের ফলে শিলা চূর্ণবিচূর্ণ হয়ে ইট ভাঙা সুরকির মতাে এক ধরনের শিথিল , লাল কাঁকুরে মৃত্তিকার সৃষ্টি হয় । একেই বলে ল্যাটেরাইট মৃত্তিকা । আবার , এই ল্যাটেরাইট মৃত্তিকা থেকেই কালক্রমে বিভিন্ন প্রকার জৈবিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয় লোহিত মৃত্তিকা বা লাল মাটি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!