শল্কমোচন কাকে বলে

শল্কমোচন কাকে বলে

hqdefault
শল্কমোচন কাকে বলে

শল্ক ‘ কথাটির অর্থ ‘ ছাল ’ বা ‘ আঁশ ’ । উষ্ণতার তারতম্যের জন্য যখন শিলার ওপরের স্তর বা ছাল নীচের স্তর থেকে খুলে আসে , তখন তাকে বলে শল্কমোচন । সাধারণত যেসব শিলা একই জাতীয় খনিজে গঠিত অর্থাৎ সমজাতীয় , তাদের মধ্যে কোনাে কোনােটিতে এই শল্কমােচন প্রক্রিয়ায় বিচূর্ণীভবন লক্ষ করা যায় । এইসব শিলা তাপের কুপরিবাহী হওয়ায় ক্রমাগত উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস হলে শিলার পৃষ্ঠদেশ থেকে অভ্যন্তরভাগের দিকে একটি তাপীয় ঢালের সৃষ্টি হয় । এজন্য দিনের বেলা সূর্যতাপে এই ধরনের শিলার নীচের স্তরের তুলনায় ওপরের স্তর খুব বেশি গরম হলে আয়তনে বেড়ে যায় এবং নীচের স্তর থেকে পেঁয়াজের খােসার মতাে খুলে আসে । এইভাবে স্তরে স্তরে শিলার বাইরের অংশ খুলে গেলে ভেতরের অংশটি প্রায় গােলাকার , মসৃণ শিলাখণ্ডে পরিণত হয় । এজন্য শল্কমোচন প্রক্রিয়ায় শিলার যে বিচূর্ণীভবন হয় , তাকে গােলাকৃতি আবহবিকারও বলে ।

Leave a Reply

Your email address will not be published.

x
error: Content is protected !!