ভূগোল

জৈবিক আবহবিকার

Contents

জৈবিক আবহবিকার 

index 1
জৈবিক আবহবিকার

উদ্ভিদ , জীবজন্তু প্রভৃতির ক্রিয়াকলাপের জন্য যখন শিলা চূর্ণবিচূর্ণ হয় , তখন তাকে বলে জৈবিক আবহবিকার । তবে এইসব জৈবিক উপাদানগুলি অধিকাংশ ক্ষেত্রে যান্ত্রিকরাসায়নিক আবহবিকারে সাহায্য করে ।

জৈবিক আবহবিকারের প্রক্রিয়া 

জৈবিক আবহবিকার প্রধানত দু-ভাবে সংগঠিত হয় — 

( ১ ) উদ্ভিদের মাধ্যমে এবং

( ২ ) প্রাণীর মাধ্যমে ।

উদ্ভিদের মাধ্যমে শিলার বিচূর্ণীভবন : 

( i ) শিলাস্তরের ফাটলের মধ্যে গাছের শিকড় প্রবেশ করে ফাটলকে আরও বাড়িয়ে দেয় এবং এইভাবে শিলাকে যান্ত্রিক প্রক্রিয়ায় খণ্ডবিখণ্ড হতে সাহায্য করে । 

( ii ) গাছের ডাল , পাতা , ফুল , ফল প্রভৃতি মাটিতে পড়ে পচে যায় । এর ফলে শিলাস্তরে অম্লতার পরিমাণ বেড়ে যায় এবং তা রাসায়নিক আবহবিকারে সাহায্য করে । 

প্রাণীর মাধ্যমে শিলার বিচূর্ণীভবন : 

( i ) কেঁচো , উইপােকা , ইঁদুর , খরগােশ , প্রেইরি , কুকুর প্রভৃতি প্রাণী বাসস্থান নির্মাণের জন্য ভূপৃষ্ঠে গর্ত করে । এর ফলে শিলাস্তর দুর্বল হয় এবং কালক্রমে তা ভেঙে পড়ে । 

( ii ) বিভিন্ন ধরনের কীট ও জীবাণুর দেহ থেকে বের হওয়া রসের মাধ্যমে শিলাস্তরে রাসায়নিক আবহবিকার হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!