শিলাচক্র কী
শিলাচক্র কী

ভূত্বকে আমরা তিন প্রকার শিলা দেখি — আগ্নেয় শিলা , পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা । এই তিন প্রকার শিলার উৎপত্তি বা সৃষ্টি চক্রাকারে আবর্তিত হচ্ছে । ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে প্রবাহিত হয় । এবং ভূত্বকের বিভিন্ন অংশে জমাট বেঁধে আগ্নেয় শিলা সৃষ্টি করে । এই আগ্নেয় শিলা আবার বিভিন্ন প্রাকৃতিক শক্তি , বিশেষত যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের দ্বারা চূর্ণবিচূর্ণ হয় এবং পরে নদী , বায়ু , হিমবাহ , সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে পরিবাহিত হয়ে সমুদ্র-তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে । এই পাললিক শিলা পুনরায় তাপে ও চাপে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা সৃষ্টি করে । তবে শুধুই পাললিক শিলা নয় , আগ্নেয় শিলাও তাপে ও চাপে রূপান্তরিত শিলায় পরিণত হয় । আবার , অনেক সময় উত্তপ্ত ম্যাগমার উদবেধের ( intrusions ) ফলে তার সংস্পর্শে এসে বহু রূপান্তরিত ও পাললিক শিলা গলে যায় এবং আগ্নেয় শিলা সৃষ্টি করে । এইভাবে দেখা যায় , তিন প্রকার শিলাই পর্যায়ক্রমে এক শিলা থেকে অন্য শিলায় পরিণত হচ্ছে এবং একেই বলে শিলাচক্র ।
Best Award