ভূগোল

সুনামি কাকে বলে

সুনামি কাকে বলে

images
সুনামি কাকে বলে

সমুদ্র তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড়াে বড়াে ঢেউয়ের সৃষ্টি হয় , তাকে সুনামি ( Tsunami ) বলে । ‘ সুনামি ’ একটি জাপানি শব্দ । জাপানি ভাষায় ‘ সু ’ মানে পােতাশ্রয় ( Harbour ) এবং ‘ নামি ’ মানে তরঙ্গ ( Wave ) । সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশালাকৃতি সামুদ্রিক ঢেউয়ের প্রভাব মাঝ সমুদ্রে বিশেষ বােঝা না গেলেও ওগুলি যখন উপকূলভূমিতে এসে আছড়ে পড়ে , তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় । সামুদ্রিক ঢেউয়ের এই ধরনের বৈশিষ্ট্যের জন্য আগেকার দিনে জাপানি মৎস্য শিকারিগণ বড়াে বড়াে ঢেউয়ের মধ্যেও মাঝ সমুদ্রে মােটামুটি নিরুপদ্রবে মৎস্য শিকারে সক্ষম হলেও তাদের জলযানগুলিকে নিয়ে ফিরে এসে দেখত — ওইসব ঢেউয়ের আঘাতেই তাদের পােতাশ্রয় ধ্বংস হয়ে গেছে এবং এ থেকেই ওই ঢেউকে ‘ সুনামি ’ নামে অভিহিত করা হয় । ১৯৯৩ সালে জাপানের উত্তরাংশে হােক্কাইডাে দ্বীপ সংলগ্ন সমুদ্রে প্রচণ্ড ভূমিকম্পের ফলে বিশালাকৃতি সুনামির সৃষ্টি হয়েছিল । ২০০৪ সালের ২৬ শে ডিসেম্বর সুমাত্রা-আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন ভারত মহাসাগরের তলদেশে যে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল , তার ফলে বিশালাকৃতি সুনামির উৎপত্তি হয় । এবং এই সুনামির আঘাতে ভারত , শ্রীলঙ্কা , ইন্দোনেশিয়া , থাইল্যান্ড প্রভৃতি দেশের ২ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারায় , অসংখ্য পশুপাখি , জলজ প্রাণী ও ধনসম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!