জীবন বিজ্ঞান

সাইটোকাইনিন এর উৎস বৈশিষ্ট্য ও কাজ

Contents

সাইটোকাইনিন এর উৎস বৈশিষ্ট্য ও কাজ

উদ্ভিদের ফল ও বীজের শস্যে সংশ্লেষিত পিউরিন বর্গর্ভুক্ত নাইট্রোজেন যুক্ত ক্ষারধর্মী যে হরমােন উদ্ভিদের কোশ বিভাজনকে উদ্দীপিত করে এবং জরা রােধ করে , তাকে সাইটোকাইনিন বলে । 

সাইটোকাইনিন এর রাসায়নিক গঠন 

সাইটোকাইনিনের রাসায়নিক নাম 6FAP বা 6 ফুরফুরাইল অ্যামিনােপিউরিন এবং এর রাসায়নিক সংকেত C10H9N5O । 

সাইটোকাইনিন এর বৈশিষ্ট্য

( i ) সাইটোকাইনিন সবদিকে প্রবাহিত হয় । 

( ii ) সাইটোকাইনিন নাইট্রোজেন যুক্ত পিউরিন গােষ্ঠীভুক্ত ক্ষারীয় প্রকৃতির হরমােন । 

( iii ) সাইটোকাইনিন জলে দ্রবণীয় এবং ব্যাপনক্ষম । 

( iv ) জাইলেম এবং ফ্লোয়েম উভয় সংবহন কলার মাধ্যমে পরিবাহিত হয় । 

( v ) উদ্ভিদের বীজের সস্যে এবং ফলে সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত হয় । 

সাইটোকাইনিন এর উৎস 

আপেল , কলা টম্যাটো প্রভৃতি ফলে , ভুট্টা , নারকেল ইত্যাদির বীজের সস্যে , ডাবের জলে সাইটোকাইনিন পাওয়া যায় । 

সাইটোকাইনিন এর কাজ 

কোষ বিভাজন :

কোশ বিভাজনের সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে প্রভাবিত করে উদ্ভিদের কোশের বিভাজনের হার বৃদ্ধি করে । 

পাতার জরা রােধ : 

সাইটোকাইনিন ক্লোরােফিলকে বিনষ্ট হতে বাধা দিয়ে পাতার জরা রােধ করে । 

উদ্ভিদের বিভিন্ন অঙ্গ গঠন : 

উদ্ভিদের বিভিন্ন অঙ্গ গঠনে , প্রােপ্লাসটিড থেকে প্লাসটিড গঠন , ট্রাকিডের বৈচিত্র্যতা আনয়ন , বীজহীন ফল উৎপাদনকে এই হরমােন প্রভাবিত করে , এছাড়া বেশি মাত্রার সাইটোকাইনিন এবং অল্প মাত্রার অক্সিন মিশ্রণ মুকুল উৎপাদনকে আবার অল্প মাত্রার সাইটোকাইনিন এবং বেশি মাত্রার অক্সিন মিশ্রণ মূল উৎপাদনকে প্রভাবিত করে । 

অগ্রস্থ প্রকটতা দূরীকরণ :

এই হরমোেন শীর্ষ মুকুলের বৃদ্ধি রােধ করে অগ্রন্থ প্রকটতা দূর করে । 

বীজের অঙ্কুরোদগম :

বীজের সুপ্তদশা ভঙ্গ করে সাইটোকাইনিন অঙ্কুরোদগমে সাহায্য করে ।

কোশের আয়তন বৃদ্ধি : 

সাইটোকাইনিন উদ্ভিদের পাতা এবং বীজপত্রের কোশকে প্রসারিত করে কোশের আয়তন বৃদ্ধি করে ।

One thought on “সাইটোকাইনিন এর উৎস বৈশিষ্ট্য ও কাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!