Contents
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইঙ্গ ফরাসি তোষণ নীতি কতটা দায়ী ছিল
চেকোস্লোভাকিয়া দখল
মিউনিখ চুক্তি স্বাক্ষর করার সময় হিটলার চেকোশ্লোভাকিয়ার অবশিষ্ট অংশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন । কিন্তু মাত্র ৬ মাসের মধ্যেই তিনি সমগ্ৰ চেকোস্লোভাকিয়া দখল করে তােষণ নীতির অসারতা প্রমাণ করে দেন ।
পোল্যান্ড আক্রমণ
তােষণ নীতির মাধ্যমে হিটলারকে খুশি রেখে ইঙ্গ ফরাসি পক্ষ মনে করেছিল ইউরােপে শান্তি বজায় রাখতে পারবে । কিন্তু এই তােষণ হিটলারের অহমিকা ও রাজ্য স্পৃহা এমনই বাড়িয়ে দিয়েছিল যে , দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল । পােল্যান্ড করিডাের এর দাবি জানিয়ে প্রত্যাখ্যাত হিটলার যখন পােল্যান্ড আক্রমণ করলেন , তখন দেরিতে হলেও , তােষণ নীতি বর্জন করে ইংল্যান্ড ও ফ্রান্স পােল্যান্ডের পাশে গিয়ে দাঁড়ায় । শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ।
রুশ জার্মান অনাক্রমণ চুক্তি
হিটলারের সাম্যবাদী বিদ্বেষ ও সােভিয়েত রাশিয়া আক্রমণের পরিকল্পনা সম্পর্কে অবহিত ছিলেন স্টালিন । তিনি চেয়েছিলেন জার্মান আগ্রাসনকে কিছু দিনের জন্য পিছিয়ে দিতে , আর সেই ফাঁকে রাশিয়ার শক্তি বৃদ্ধি করে নিতে । এদিকে তােষণ নীতিতে আচ্ছন্ন ব্রিটেন ও ফ্রান্স রাশিয়ার সঙ্গে কোনাে চুক্তিতেই আবদ্ধ হতে চায়নি । এক্ষেত্রে তাদের ভয় ছিল রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিতে আবদ্ধ হলে জার্মানি ক্ষুধ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নামবে । এই পরিস্থিতিতে সােভিয়েত রাশিয়া জার্মানির সঙ্গে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে ( ১৯৩৯ খ্রি. ২৩ আগস্ট ) । হিটলার এই চুক্তি অমান্য করে রাশিয়া আক্রমণ করেছিলেন ।
যৌথ নিরাপত্তা ব্যবস্থার সমাধি
তােষণ নীতির সুযােগ নিয়ে মুসোলিনির আবিসিনিয়া ( ইথিওপিয়া ) আক্রমণের সময় ( ১৯৩৫ খ্রি. ) পশ্চিমি রাষ্ট্রগুলি নীরব ছিল । হিটলার এতে আরও উৎসাহিত হয়ে রাইন অঞ্চলে সেনা সমাবেশ করলেন ( ১৯৩৬ খ্রি. ) । এতেও জাতিসংঘ নীরব রইল । এর ফলে জাতিসংঘের যৌথ নিরাপত্তা ব্যবস্থার সমাধি রচিত হয় ।
উপসংহার
সাহসের সঙ্গে তােষণ নীতিকে ঝেড়ে ফেলে ইঙ্গ ফরাসি নেতৃবৃন্দের উচিত ছিল স্পেনের গৃহযুদ্ধের সময় ( ১৯৩৬ খ্রি. ) হিটলার ও মুসােলিনির মুখােমুখি দাঁড়ানাে । তা যদি তারা পারতেন তবে মুসােলিনি বা হিটলার এতখানি সাম্রাজ্যবাদী হয়ে উঠতে পারতেন না । কাজেই তােষণ নীতি নিশ্চিতভাবেই ছিল ভ্রান্ত ও অদূরদর্শী । ঐতিহাসিক ডেভিড টমসনের মতে , “ যে যুক্তিগুলির ওপর তােষণ নীতি দাঁড়িয়েছিল সেগুলি চূড়ান্ত ভ্রান্ত হিসেবে প্রমাণিত ” [ This policy ( appearement ) rested upon a theory that proved to be utterly erroneous ]।