ইতিহাস

মুসোলিনি কিভাবে ইতালি ক্ষমতা দখল করেন

মুসোলিনি কিভাবে ইতালি ক্ষমতা দখল করেন

প্রথম বিশ্বযুদ্ধে ইতালি কর্সিকা , স্যাভয় , নিস প্রভৃতি অঞ্চল লাভের আশায় মিত্র পক্ষে যােগ দেয় , কিন্তু যুদ্ধ শেষে প্যারিস সম্মেলনে ফ্রান্সের বিরােধিতায় ইতালির দাবি নাকচ হলে ইতালিবাসী গণতান্ত্রিক সরকারের ওপর আস্থা হারায় । এই অবস্থায় যুদ্ধ ফেরত সৈনিক মুসােলিনি ফ্যাসিস্ট দল গঠন করে গণতান্ত্রিক সরকারের ব্যর্থতা জনসমক্ষে তুলে ধরেন । ইতিমধ্যে খাদ্যাভাব , মুদ্রাস্ফীতি , বেকারত্ব , কৃষকদের ক্ষোভ প্রভৃতি নানা সমস্যায় ইতালীয়দের জীবন জর্জরিত হয় এবং ইতালিতে সাম্যবাদী আদর্শের প্রসার ঘটলে বহু বেকার যুবক ও শ্রমিক সমাজতন্ত্রী দলে যােগ দেয় । তারা তাদের দাবি আদায়ের জন্য সংগ্রাম শুরু করলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সমাজতন্ত্রীদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয় । ১৯১৯ থেকে ১৯২২ খ্রিস্টাব্দের মধ্যে ইতালিতে গঠিত ছয়টি মন্ত্রীসভা ইতালিবাসীর সমস্যা সমাধান করতে ব্যর্থ হলে মুসােলিনির উত্থানের পথ প্রশস্ত হয় এবং বহু ইতালীয় যুবক ফ্যাসিস্ট দলে যােগ দিলে মুসােলিনির শক্তি বৃদ্ধি পায় । 

দেশের এই চরম পরিস্থিতিতে মুসোলিনি তাঁর ফ্যাসিস্ট বাহিনী নিয়ে রাজধানী রােম দখল করলে রাজা ভিক্টর ইমানুয়েল তাঁকে সরকার গঠনের অনুমতি দেন । ১৯২২ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর মুসোলিনি মন্ত্রীসভা গঠন করেন । ক্ষমতা দখল করে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিস্ট দল ইতালির সর্বময় কর্তৃত্বের অধিকারী হয় এবং মুসােলিনি ইল দ্যু চে উপাধি গ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!