খিলাফত আন্দোলনের গুরুত্ব
Contents
খিলাফত আন্দোলনের গুরুত্ব
সীমাবদ্ধতা সত্ত্বেও ভারতীয় রাজনীতিতে খিলাফত আন্দোলনের অবদান তথা গুরুত্ব খুব একটা কম নয় ।
সার্বিক সংমিশ্রণে
জওহরলাল নেহরু খিলাফত আন্দোলনকে ভারতীয় ইতিহাসে জাতীয়তাবাদ , রাজনীতি ও ধর্মের এক অদ্ভুত সংমিশ্রণ বলে উল্লেখ করেছেন ।
ঐক্যবদ্ধতায়
এই আন্দোলনই গান্ধিজি তথা কংগ্রেসকে ব্রিটিশের ‘ Divide and Rule ‘ নীতিকে ব্যর্থ করতে এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তােলার সুযােগ এনে দেয় ।
সক্রিয় অংশগ্রহণে
খিলাফত আন্দোলনই শিক্ষিত মুসলিম যুব সম্প্রদায়কে গভীরভাবে প্রভাবিত করে জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহ জোগায় ।
জাতীয়তাবাদী চেতনা সৃষ্টিতে
পরিণতি হিসেবে খিলাফত – অসহযােগ আন্দোলন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের শহর ও গ্রামাঞ্চলে এক শক্তিশালী জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি করেছিল ।
নেতা গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধিতে
খিলাফত আন্দোলনের মধ্যে দিয়েই গান্ধিজির জাতীয় ভাবমূর্তি অনেক বেশি গ্রহণযােগ্য ও সর্বজনীন হয়ে ওঠে । জাতির নেতা হিসেবে তিনি মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি নরমপন্থী ও আমূল সংস্কারপন্থী ( Radical ) উভয়গােষ্ঠীর কাছেও ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন ।
গণমুখিতায়
বস্তুতপক্ষে অসহযােগ আন্দোলনের ফলে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম যে গণ আন্দোলনে পরিণত হয়েছিল , তার কৃতিত্ব হিসেবে খিলাফত আন্দোলনের অবদানকেও অস্বীকার করা যাবে না ।