ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস এর মধ্যে পার্থক্য
ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেলিটাস এর মধ্যে পার্থক্য
ডায়াবেটিস ইনসিপিডাস
1. অ্যান্টি ডাইইউরেটিক হরমােন এর ( ADH ) অভাবে হয় ।
2. মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় না ।
3. বিপাক ক্রিয়া প্রভাবিত হয় না ।
4. কোনাে প্রকারভেদ নেই ।
ডায়াবেটিস মেলিটাস
1. ইনসুলিনের অভাবে হয় ।
2. মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় ।
3. শর্করা প্রােটিন ও ফ্যাটের বিপাক প্রভাবিত হয় ।
4. ডায়াবেটিস দু – প্রকার — টাইপ – I এবং টাইপ – II ।