জীবন বিজ্ঞান

অক্সিন জিব্বেরেলিন ও সাইটোকাইনিন এর পার্থক্য

Contents

অক্সিন জিব্বেরেলিন ও সাইটোকাইনিন এর পার্থক্য

অক্সিন 

1.নাইট্রোজেন ঘটিত বা নাইট্রোজেন বিহীন জৈব অ্যাসিড ।

2. বর্ধনশীল অঙ্গের অগ্ৰস্থ ভাজক কলায় উৎপন্ন হয় ।

3. নিম্ন দিকে প্রবাহিত হয় । 

4. উদ্ভিদের ফটোট্রপিক , জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে । 

5. উদ্ভিদের অপরিণত অঙ্গের অকালমােচন রােধ করে । 

6. উদ্ভিদ কোশের নিউক্লিয়াসের বিভাজন নিয়ন্ত্রণ করে । 

7. উদ্ভিদের কাটা অংশে অক্সিন প্রয়ােগে মূল সৃষ্টি হয় । 

8. উদ্ভিদের জরা রােধে কোনাে ভূমিকা নেই ।

জিব্বারেলিন 

1. নাইট্রোজেন বিহীন টারপিনয়েড জাতীয় জৈব অ্যাসিড । 

2. অপরিণত পাতা , বীজের বীজপত্রে , অঙ্কুরিত চারাগাছে অধিক মাত্রায় সংশ্লেষিত হয় ।

3. ঊর্ধ্ব ও নিম্ন দিকে প্রবাহিত হয় । 

4. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে কোনাে ভূমিকা নেই । 

5. উদ্ভিদের অপরিণত অঙ্গের অকালমােচন রােধ করতে পারে ।

6. উদ্ভিদের কোশ বিভাজনে নির্দিষ্ট কোন ভূমিকা নেই । 

7. উদ্ভিদের কাটা অংশে জিব্বারেলিন এর প্রয়ােগ মূল সৃষ্টিতে বাধা দেয় । 

৪. উদ্ভিদের জরা রােধে কোনাে ভূমিকা নেই ।

সাইটোকাইনিন 

1.পিউরিন বর্গভুক্ত নাইট্রোজেন যুক্ত জৈব যৌগ এবং ক্ষারীয় প্রকৃতির ।

2. উদ্ভিদের ফল ও শস্যে অধিক পরিমাণে সংশ্লেষিত হয় ।

3. সর্বদিকে প্রবাহিত হয় । 

4. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে কোনাে ভূমিকা নেই । 

5. উদ্ভিদের অপরিণত অঙ্গের অকালমােচন রােধ করতে পারে না । 

6. উদ্ভিদের কোশ বিভাজনে সাইটোকাইনেসিসকে নিয়ন্ত্রণ করে । 

7.উদ্ভিদের কাটা অংশে সাইটোকাইনিনের প্রয়ােগ কোশ বিভাজনে সহায়তা করে । 

8. উদ্ভিদের জরা রােধ করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!