হরমোন ও স্নায়ুর কাজের পার্থক্য
হরমোন ও স্নায়ুর কাজের পার্থক্য
হরমোন
( i ) হরমােন একপ্রকার জৈব রাসায়নিক পদার্থ ।
( ii ) উদ্ভিদ এবং প্রাণী উভয় দেহেই হরমােন ক্রিয়াশীল ।
( iii ) হরমােনের কাজ মন্থর এবং সুদূরপ্রসারী ।
( iv ) হরমােন নির্দিষ্ট কাজ শেষের পর নষ্ট হয়ে যায় ।
স্নায়ুতন্ত্র
( i ) স্নায়ুতন্ত্র স্নায়ুকোশ এবং আনুষঙ্গিক কতগুলি অঙ্গের সমন্বয়ে গঠিত তন্ত্রবিশেষ ।
( ii ) শুধুমাত্র প্রাণীদেহে স্নায়ুতন্ত্র ক্রিয়াশীল ।
( iii ) স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত এবং তাৎক্ষণিক ।
( iv ) নির্দিষ্ট কাজ শেষের পর স্নায়ুতন্ত্রের কোনাে গঠনগত ও কার্যগত পরিবর্তন হয় না ।