হরমোনের সাধারণ কাজ
হরমোনের সাধারণ কাজ
1. হরমােন জীবদেহের বিভিন্ন কোশের মধ্যে রাসায়নিক সংযােগ রক্ষা করে অর্থাৎ রাসায়নিক সমন্বয়সাধক রূপে কাজ করে ।
2. হরমােন জীবদেহের প্রতিটি কোশে রাসায়নিক বার্তা পাঠিয়ে রাসায়নিক বার্তাবহরূপে কাজ করে ।
3. হরমােন জীবদেহের কোশবিভাজনকে নিয়ন্ত্রণ করে বৃদ্ধিতে সহায়তা করে ।
4. হরমােন জীবদেহের বিপাকীয় কার্যসমূহকে নিয়ন্ত্রণ করে ।
5. হরমােন জীবদেহের যৌনাঙ্গের স্বাভাবিক বৃদ্ধি এবং যৌন বৈশিষ্ট্যগুলির প্রকাশে সহায়তা করে ।