হরমোনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য
হরমোনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য

হরমোন এর সংজ্ঞা ( Definition of Hormone )
যেসব জৈব রাসায়নিক পদার্থ বিশেষ ধরনের কোশসমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্য অর্থাৎ বৃদ্ধি , পরিস্ফুরণ , জনন ইত্যাদি নিয়ন্ত্রণ করে , যাদের প্রভাব ক্রমান্বয়িক ও সুদূরপ্রসারী এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাদের হরমােন বলে ।
হরমােন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়সাধন করে অর্থাৎ হরমােন উৎপত্তিস্থল থেকে দূরবর্তী স্থানে রাসায়নিক বার্তা বহন করে নিয়ে যায় । তাই হরমােনকে রাসায়নিক দূত বা রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল ম্যাসেঞ্জার ( Chemical messenger ) বলে ।
হরমোনের বৈশিষ্ট্য ( Characteristics of Hormone )
1. হরমােন খুব সূক্ষ্মমাত্রায় ক্রিয়াশীল হয় । প্রয়ােজনের চেয়ে কম বা বেশি পরিমাণে ক্ষরিত হলে হরমােন দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটায় ।
2. কার্য সমাপ্তির পর হরমােন ধ্বংস হয়ে যায় এবং দেহ থেকে দ্রুত নির্গত হয় ।
3. উৎস গ্রন্থি ছাড়া দেহের অন্য কোনাে স্থানে হরমােন সঞ্চিত থাকে না ।
4. কোনাে কোনাে হরমােন খুব দ্রুত কার্য সম্পন্ন করে । যেমন — অ্যাড্রিনালিন । আবার কোনাে কোনাে হরমােনের ক্রিয়া মন্থর , যেমন — থাইরক্সিন ।
5. হরমােন কোনাে শারীরবৃত্তীয় প্রক্রিয়া শুরু করতে পারে না , কেবলমাত্র প্রক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে । অর্থাৎ হরমােন জৈব অনুঘটকরূপে কাজ করে ।
6. কোনাে কোনাে প্রক্রিয়ায় একাধিক হরমােন অংশগ্রহণ করে । যেখানে একটি হরমােন প্রক্রিয়াটিকে সহায়তা করে এবং অন্য হরমােন প্রক্রিয়াটিতে বাধা সৃষ্টি করে । যেমন— ইনসুলিন রক্তশর্করার পরিমাণ হ্রাস করে কিন্তু গ্লুকাগন রক্তশর্করার পরিমাণ বৃদ্ধি করে । একে দ্বৈত নিয়ন্ত্রণ ( dual control ) বলে ।
7. অধিকাংশ ক্ষেত্রে কোনাে হরমােন পরােক্ষভাবে অন্য গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণ নিয়ন্ত্রণ করে । যেমন— পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে নিঃসৃত থাইরয়েড স্টিমুলেটিং হরমোেন ( TSH ) থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমােনের ক্ষরণ ঘটায় । আবার রক্তে থাইরক্সিনের অধিক মাত্রা পিটুইটারি থেকে TSH- এর ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিনের ক্ষরণ হ্রাস করে । এই ধরনের নিয়ন্ত্রণকে নেগেটিভ ফিডব্যাক ( negative feed back ) বলে ।
8. রাসায়নিক প্রকৃতিতে হরমােন প্রােটিনধর্মী , স্টেরয়েডধর্মী , অ্যামাইনধর্মী এবং লিপিডধর্মী হয় ।