জীবন বিজ্ঞান

প্রোটোডার্ম ও প্রোক্যাম্বিয়াম কি

প্রোটোডার্ম ও প্রোক্যাম্বিয়াম কি

40209819 7a00 43fa a3e4 4c1917c52baa
প্রোটোডার্ম ও প্রোক্যাম্বিয়াম কি

প্রোটোডার্ম ( Protoderm ) 

এটি অগ্রস্থ ভাজক কলার অংশ । এটি বহিঃত্বক গঠন করে । এটি ভাজক কলার একেবারে বাইরের স্তর । এই কলার কোশগুলি অরীয়ভাবে বিভাজিত হয়ে উদ্ভিদের ত্বক ( মূলে এপিব্লেমা এবং কাণ্ডে এপিডারমিস ) গঠন করে।

প্রোক্যাম্বিয়াম ( Procambium ) 

অগ্রস্থ ভাজক কলার যে অংশ পরিবর্তিত হয়ে উদ্ভিদের সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠন করে , তাকে প্রােক্যাম্বিয়াম বলে । এই কলার কোশগুলি লম্বা ও ছুঁচোলাে । দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রােক্যাম্বিয়াম বলয় সমাবেশ পৃথক পৃথক খণ্ডে এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বিক্ষিপ্তভাবে বিন্যস্ত থাকে । এই কলা পরিবর্তিত হয়ে উদ্ভিদের সংবহন কলা বা নালিকা বান্ডিল গঠন করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!