জীবন বিজ্ঞান

অগ্রস্থ পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলার পার্থক্য

Contents

অগ্রস্থ পার্শ্বস্থ ও নিবেশিত ভাজক কলার পার্থক্য

অগ্রস্থ ভাজক কলা

1. এই কলা কাণ্ড ও মূলের অগ্রভাগে থাকে । 

2. কোশের গঠন সাধারণত গােলাকার বা ডিম্বাকার 

3. উদ্ভিদকে লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে ।

পার্শ্বস্থ ভাজক কলা

1. এই কলা কাণ্ড ও মূলের পার্শ্বদেশে থাকে । 

2. কোশের গঠন লম্বাটে । 

3. উদ্ভিদকে প্রস্থে তথা পরিধিতে বাড়তে সাহায্য করে ।

নিবেশিত 

1. এই কলা পর্বমধ্য , পত্রমূল ইত্যাদি স্থানে থাকে । 

2. কোশের গঠন আয়তাকার । 

3. পর্বমধ্যকে লম্বায় বৃদ্ধি পেতে সাহায্য করে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!