অগ্রস্থ নিবেশিত ও পার্শ্বস্থ ভাজক কলা
Contents
অগ্রস্থ নিবেশিত ও পার্শ্বস্থ ভাজক কলা

অগ্রস্থ ভাজক কলা ( Apical meristem )
উদ্ভিদের কাণ্ড , মূল ও শাখা প্রশাখার অগ্রভাগে অর্থাৎ বর্ধিষ্ণু শীর্ষে যে ভাজক কলা থাকে , তাকে অগ্রস্থ ভাজক কলা বলে । আদি ও প্রাথমিক ভাজক কলা এই কলার অন্তর্গত । উচ্চশ্রেণির উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা একটি কোশগুচ্ছ নিয়ে গঠিত এবং এই কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে উদ্ভিদদেহের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় ।
নিবেশিত ভাজক কলা ( Intercalary meristem )
নিবেশিত ভাজক কলার উৎপত্তিস্থল হল অগ্রস্থ ভাজক কলা । উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিকালে অগ্রস্থ ভাজক কলা অংশ যখন পৃথক হয়ে দুটি স্থায়ী কলাস্তরের মধ্যে অবস্থান করে , তখন ওই প্রকার ভাজক কলাকে নিবেশিত ভাজক কলা বলে । এই কলা , ঘাস , বাঁশ , গম ইত্যাদির পর্বমধ্যে , পাইনাসের পত্রমূলে বা পর্বের নীচে অবস্থান করে । এই ভাজক কলা উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটায় ।
নিবেশিত ভাজক কলা স্বল্পস্থায়ী ( short lived ) । কারণ এই কলা দ্রুত স্থায়ী কলায় পরিণত হয় ।
পার্শ্বস্থ ভাজক কলা ( Lateral meristem )
উদ্ভিদের কাণ্ড ও মূলের পার্শ্বদেশে লম্বালম্বিভাবে যে ভাজক কলা অবস্থান করে , তাকে পার্শ্বস্থ ভাজক কলা বলে । নালিকা বান্ডিলের অন্তর্গত ক্যাম্বিয়াম বা ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কর্ক ক্যাম্বিয়াম পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ । এই কলা দ্বিবীজপত্রী ও গুপ্তবীজী উদ্ভিদে লক্ষ করা যায় । এই ভাজক কলা উদ্ভিদের প্রস্থে বৃদ্ধি ঘটায় ।