প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলার পার্থক্য
প্রাথমিক ভাজক কলা ও গৌণ ভাজক কলার পার্থক্য
প্রাথমিক ভাজক কলা
1. এই প্রকার ভাজক কলা আদি ভাজক কলা থেকে উৎপন্ন হয় ।
2. এই কলা প্রথম থেকেই অবস্থান করে ।
3. এই কলার কোশগুলি বৃহৎ ভ্যাকুওলবিহীন সম আকৃতিবিশিষ্ট ।
4. এটি প্রাথমিক কলা থেকে গঠিত হয় ( ব্যতিক্রম — ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম ) ।
5. এটি উদ্ভিদদেহের প্রাথমিক বৃদ্ধি ঘটায় ।
গৌণ ভাজক কলা
1. এই প্রকার ভাজক কলা প্রাথমিক স্থায়ী কলা থেকে উৎপন্ন হয় ।
2. এই কলা অনেক পরে উদ্ভূত হয় ।
3. এই কলার কোশগুলি অধিক ভ্যাকুওলযুক্ত লম্বাটে বা ত্রিকোণাকার ।
4. এটি গৌণ কলা থেকে গঠিত হয় ।
5. এটি উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায় ।